Commons:স্বাগতম
উইকিমিডিয়া কমন্স কী?
উইকিমিডিয়া কমন্স একটি বিনোদনের তথ্য ভান্ডার যা জনসাধারণের জন্য উন্মুক্ত ডোমেইন ও বিনোদনমূলক উপাদান যেমন, চিত্র/ছবি, শব্দ ও চলচ্চিত্র ইত্যাদি হাতের নাগালে পৌছে দিতে সহায়তা করছে। এটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের একটি সাধারণ মাধ্যম, এবং এর কোন কিছু ব্যবহারের জন্য আপনাকে কোন প্রকল্পের অন্তর্ভুক্তও হতে হবে না। এর যাত্রা এবং পরিচালনা বানিজ্যিকভাবে কোন নিয়োজিত শিল্পীর মাধ্যমেও হয়নি বরং এটা স্বেচ্ছাসেবকদের অবদান। উইকিমিডিয়া কমন্স এর পরিসীমা অন্য প্রকল্পের আওতা বহির্ভুত রাখা হয়েছে।
উইকিমিডিয়া কমন্স সে একই উইকি-প্রযুক্তি ব্যবহার করে যা উইকিপিডিয়ায় ব্যবহৃত হয় এবং যে কেউ এটি সম্পাদনা করতে পারে। অন্যান্য প্রকল্প কর্তৃক সংরক্ষিত ফাইলগুলো থেকে এর বিশেষত্ব হলো এখানে পুনঃব্যবহারের লক্ষ্যে রক্ষিত ফাইলগুলো সরাসরি অন্য প্রকল্পে ব্যবহার করা যায়।
উইকিমিডিয়া কমন্স ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে, ৩০ নভেম্বর ২০০৬ এর মধ্যে এখানে ১০,০০,০০০ মিডিয়া ফাইল আপলোড হয় এবং বর্তমানে এর ফাইল সংখ্যা ১০,৩১,৯০,৬৪০টি এবং মিডিয়া সংকলনের সংখ্যা $2টি। এর সংগ্রহ এবং নেপথ্য সম্পর্কে আরও তথ্য জানতে সাধারণ দাবিত্যাগ, উইকিমিডিয়া কমন্স সংশ্লিষ্ট উইকিপিডিয়া পৃষ্ঠা এবং মেটা-উইকিতে রক্ষিত পৃষ্ঠাসমূহ দেখুন।
অন্য তথ্যভান্ডারের সাথে এর ব্যতিক্রমধর্মী পার্থক্য হলো মানসম্মত বিষয়াবলী যা সকলের ব্যবহার, বিতরণ বা সংগ্রহের জন্য উন্মুক্ত। নেপথ্য কুশীলবদের অবদানের স্বীকৃতি প্রদান করত: এর সকল বিষয় সম্পাদনা বা সংযোজন, বিয়োজন ও পরিবর্ধনের অধিকার সকলের রয়েছে। এর সকল সংগ্রহ উন্মুক্ত অবাণিজ্যিক অনুমোদনে পরিচালিত। এসবের উইকিমিডিয়া বহির্ভূত মাধ্যমে ব্যবহার এবং পুনঃব্যবহার সম্পর্কে বিষদ বর্ণনা রয়েছে ফাইলের সংশ্লিষ্ট পৃষ্ঠায়।
অংশগ্রহণ
আপনার সামর্থ অনুযাযী আপনিও এর উন্নয়নে সহযোগী হতে পারেন:
আপনার সৃজনশীলতা প্রকাশ করুন
আপনি একজন চিত্রগ্রাহক হলে নিঃসঙ্কোচে আপনার মূল্যবান ছবি/চিত্রকর্ম দান করুন। আপনি যদি ভাল কোন চিত্রশিল্পী হন, তবে নকশা ও এনিমেশনগুলোর জন্য আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনি কোন সঙ্গীতশিল্পী বা মঞ্চের কোন শিল্পী হলে আপনার সৃজনশীলতার উন্মুক্ত নিদর্শন এখানে রাখতে পারেন।
আপনার সৃজনশীলতা প্রকাশ করুন
However you do not need to upload your own files. There is plenty of other very important work to do:
- Translate pages into a language other than English
- Improve images
- Identify unknown objects
- Contribute your legal knowledge on copyright questions and deletion requests
আমাদের সময় দিন
একজন ভাল শিল্পী বা লেখক হতে হবে এমন কোন বার্ধবাধকতা নেই। ছকবাধা জীবনের বাহিরে সৃজনশীল কাজে আমরা আপনার প্রতিভার সহায়তা চাই!
- যখনই কোন ফাইল/বিষয় অসম্পূর্ণ দেখবেন হোক সেটা অনুমোদন সংশ্লিষ্ট কিংবা যোগসূত্রবিহীন, ট্যাগ করে দিন।
{{subst:nsd}}
। - অশ্রেণীকৃত চিত্রগুলো শ্রেণীবদ্ধ করুন।
- Move files into relevant subcategories
- উন্মুক্ত বিনোদন ভান্ডার এ প্রকল্পে অন্তর্ভুক্তির অপেক্ষায় আছে।
- নিবন্ধন স্বাপেক্ষে বিষয়ভিত্তিক ছবি প্রেরণ বা মনোনীত করতে পারেন।
- Find and revert vandalism
Tour
নিবন্ধন
ছবি/ফাইল উত্তোলনের জন্য আপনাকে উইকিমিডিয়া কমন্স এ নিবন্ধিত হতে হবে এবং লগ-ইন বা প্রবেশ করতে হবে। নিবন্ধন বা লগ-ইন করতে ক্লিক করুন "লগ-ইন/ব্যবহারকারী হিসাব খোলা" লিঙ্ক এ যা পৃষ্ঠার উপরে অবস্থিত। সকল সম্পাদনার জন্য নিবন্ধন আবশ্যক নয় তবে আমরা নিবন্ধিত হতে অনুপ্রাণীত করি যেন আপনার অবদান চিহ্নিত করা যায়। আপনি যদি সমন্বিত লগ-ইন সুবিধা ভোগ করেন তবে যে কোন একটি প্রকল্পে প্রবেশাধিকার উইকিমিডিয়া কমন্স এ অন্তর্ভুক্ত করবে।
প্রথম শিক্ষামূলক নির্দেশনা
আমাদের সাহায্যকারী ফাইল প্রথম পদক্ষেপ এবং প্রশ্নোত্তর আপনাকে নিবন্ধন থেকে শুরু করে পৃষ্ঠা পছন্দ অনুযায়ী সাজানো, ফাইল উত্তোলন এবং মৌলিক অনুমোদন নীতিমালা সম্পর্কে অবগত করবে। এতে অবদান রাখতে কোন কুশলী হবার প্রয়োজন নেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অবদান রাখুন এবং অন্যদের আস্থা অর্জনে সচেষ্ট হোন। এটি একটি উইকি - এটা সত্যিই সহজ।
বিস্তারিত তথ্যের জন্য সম্প্রদায়ের প্রবেশদ্বার দেখুন। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভা বা আইআরসি চ্যানেল #wikimedia-commons webchat ব্যবহার করুন। উইকিমিডিয়া কমন্স এ ফাইলসমূহ শ্রেণীবদ্ধভাবে এবং গ্যালারীতে সজ্জিত থাকে। মূল পৃষ্ঠায় এ সম্পর্কে ধারণা পাবেন।
Files on Wikimedia Commons are organized in categories and galleries. An overview of the categories we use is available on the Main Page.
Put Babel boxes on your user page so others know what languages you can speak and indicate your graphic abilities. All your uploads are stored in your personal gallery. Please sign your name on Talk pages by typing ~~~~. If you're copying files from another project, be sure to use the FileImporter.
সহযোগী সেবা ও সফটওয়্যার
আপনি চাইলে অনেকগুলো ছবি আপলোড জন্য আমাদের VicuñaUploader বা Commonist প্রোগ্রামের সহায়তা গ্রহন করতে পারেন। বিশেষ কোন তথ্যের জন্য সফটওয়্যার সংশ্লিষ্ট পৃষ্ঠা দেখুন।
আমরা আশা করি উইকিমিডিয়া কমন্স আপনার বিনোদনে সহায়ক এবং চিত্তাকর্ষক হবে।
|
|
|
|